গৌরী সেন (১৭শ/১৮শ শতাব্দী) বালি-হুগলী, অন্যমতে বহরমপুর। নন্দরাম। সুবর্ণবণিক সম্প্রদায়ভুক্ত বিশিষ্ট ব্যবসায়ী ও দাতা এবং ‘লাগে টাকা দেবে গৌরী সেন’ প্রবাদের নায়ক। সামান্য অবস্থা থেকে বংশগত আমদানি-রপ্তানির ব্যবসায়ে প্রভূত অর্থ উপার্জন করেন ও কলিকাতার ধনী সমাজে সুপরিচিত হন। দেনাগ্ৰস্ত বা রাজদ্বারে বিপদগ্ৰস্তের সাহায্যে মুক্তহস্ত ছিলেন। অনেকের ধারণা, তিনি হুগলীর ‘গৌরীশঙ্কর’ শিবমন্দিরের প্রতিষ্ঠাতা।
পূর্ববর্তী:
« গৌরহরি মুখোপাধ্যায়
« গৌরহরি মুখোপাধ্যায়
পরবর্তী:
গৌরীকান্ত সার্বভৌম »
গৌরীকান্ত সার্বভৌম »
Leave a Reply