গৌরীশঙ্কর দে (১১.২.১৮৪৫ – ৪.৪.১৯১৪) দর্জিপাড়া—কলিকাতা। মধুসূদন। ১৮৬৬ খ্ৰী. বি.এ. পরীক্ষায় তৃতীয় স্থান ও পরের বছর এম.এ.-তে (গণিত) প্রথম শ্রেণীতে প্ৰথম স্থান অধিকার করে স্বর্ণপদক প্রাপ্ত হন। বি.এল. পাশ করে উকিল হিসাবে হাইকোর্টে নাম লেখালেও বিদ্যাচর্চাই তার প্রধান লক্ষ্য ছিল। ১৮৭০ খ্ৰী. প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি লাভ করেন। সরকারী শিক্ষাবিভাগের চাকরি প্রত্যাখ্যান করে সামান্য টাকায় জেনারেল অ্যাসেমব্লীজ ইনস্টিটিউশনে (স্কটিশ চার্চ কলেজ) অধ্যাপকের পদ গ্ৰহণ করে সুদীর্ঘ ৪৬ বছর শিক্ষাদান করেন। প্ৰবেশিকা পরীক্ষায় গণিতের প্রধান পরীক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার গণিত-পরীক্ষক এবং ১৮৮৪ খ্রী. বিশ্ববিদ্যালয়ের ফেলো হন। তার রচিত পাটীগণিত, বীজগণিত, জ্যামিতি (ইংরেজী এবং বাংলায়) স্কুল ও কলেজ-পাঠ্য পুস্তকরূপে বিদ্বৎসমাজে সমাদৃত ছিল। ব্যক্তিগত জীবনে অনাড়ম্বর ও কর্তাভজা সম্প্রদায়ভুক্ত ছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের অন্যতম কর্ণধার ছিলেন।
পূর্ববর্তী:
« গৌরীমা
« গৌরীমা
পরবর্তী:
গৌরীশঙ্কর ভট্টাচাৰ্য, তর্কবাগীশ »
গৌরীশঙ্কর ভট্টাচাৰ্য, তর্কবাগীশ »
Leave a Reply