গৌরীমা (১২৬৪ – ১৩৪৪) শিবপুর—হাওড়া। পার্বতীচরণ চট্টোপাধ্যায়। শ্ৰীশ্ৰীরামকৃষ্ণদেবের শিষ্যা ও সাধিকা। পূর্বাশ্রমের নাম মৃড়ানী বা রুদ্রাণী। ভবানীপুর হিন্দু বালিকা বিদ্যালয়ে বিদ্যাভ্যাসকালে খ্রীশটান মিশনারী শিক্ষকদের হিন্দুধর্মের নিন্দাবাদ ও হিন্দুদের খ্ৰীষ্টধর্মে দীক্ষিত করার চেষ্টার প্রতিবাদে কিছু ছাত্রীসমেত বিদ্যালয় ত্যাগ করে একটি পাঠশালা খোলেন। ১৮ বছর বয়সে সংসার ত্যাগ করে হিমালয়ের দুৰ্গম তীর্থে ও ভারতের বিভিন্ন তীর্থে কঠোর তপস্যার পর ২৫ বছর বয়সে দক্ষিণেশ্বরে গুরুসকাশে ফিরে আসেন এবং গুরুর নির্দেশে স্ত্রী-জাতির সেবায় আত্মনিয়োগ করেন। ১৩০১ ব. তিনি সারদেশ্বরী আশ্রম ও বালিকা বিদ্যালয় প্ৰতিষ্ঠা করেন। তাছাড়া উত্তর কলিকাতা এবং বিভিন্ন স্থানে নানা প্রতিষ্ঠানের মাধ্যমে মাতৃজাতির উন্নতির জন্য সেবা করে গেছেন।
পূর্ববর্তী:
« গৌরীদাস পণ্ডিত
« গৌরীদাস পণ্ডিত
পরবর্তী:
গৌরীশঙ্কর দে »
গৌরীশঙ্কর দে »
Leave a Reply