গৌরীদাস পণ্ডিত। অম্বিকা-কালনা–বর্ধমান। কংসারি মিশ্র। নিত্যানন্দ ও শ্ৰীচৈতন্যের অন্তরঙ্গ ভক্ত। তাঁর স্থাপিত গৌরাঙ্গ ও নিত্যানন্দ মূর্তিদ্বয় অম্বিকা-কালনায় এখনও পূজিত হয়। কবিকর্ণপুর তাকে ব্ৰজলীলার সুবল সখা বলেছেন। ‘পদকল্পতরু’ গ্রন্থে তার রচিত দুইটি পদ আছে। তিনি নিত্যানন্দের খুড়—শ্বশুর ছিলেন।
পূর্ববর্তী:
« গৌরীকেদার ভট্টাচাৰ্য
« গৌরীকেদার ভট্টাচাৰ্য
পরবর্তী:
গৌরীমা »
গৌরীমা »
Leave a Reply