গৌরীকান্ত সার্বভৌম (১৬শ শতাব্দী)। তর্কভাষা-গ্রন্থের উৎকৃষ্ট টীকা ‘ভাবাৰ্থদীপিকা’র রচয়িতা। গ্ৰন্থখানি বাঙলাদেশে না হলেও ভারতের অন্যত্র সুপ্রচারিত ছিল। এক তাঞ্জোরেই এই টীকার ১৮টি অনুলিপি আছে। এ ভিন্ন তিনি আরও অনেক গ্ৰন্থ রচনা করেছিলেন। বালকৃষ্ণানন্দ সরস্বতী তার দীক্ষাগুরু এবং নবদ্বীপের রামভদ্র সার্বভৌম বিদ্যাগুরু ছিলেন।
পূর্ববর্তী:
« গৌরী সেন
« গৌরী সেন
পরবর্তী:
গৌরীকেদার ভট্টাচাৰ্য »
গৌরীকেদার ভট্টাচাৰ্য »
Leave a Reply