গৌরহরি মুখোপাধ্যায় (১৯শ শতক)। কলিকাতা। রামবল্লভ। সঙ্গীতজ্ঞ, দেশপ্রেমে উদ্ধৃদ্ধ ব্যায়ামাচার্য। পেশায় এটর্নি। মিশরী জিমন্যাস্ট দলের দৃষ্টান্তে নিজে তরুণ বয়সে ব্যায়ামচৰ্চায় ব্ৰতী হন। পরে বাঙালী তরুণদের স্বাস্থ্য ও নৈতিক বলে বলীয়ান করার উদ্দেশ্যে কলিকাতা ও শহরতলীর বিভিন্ন স্থানে ব্যায়ামাগার স্থাপন করেন। হাওড়া ও হুগলীতেও তার উদ্যোগে আখড়ার পত্তন হয়েছিল। ‘Bose’s Circus’—এর প্রতিষ্ঠাতা মতিলাল বসু তার অন্যতম শিষ্য। তিনি এই সার্কাসও তত্ত্বাবধান করতেন। বিপ্লবী যাদুগোপাল, ক্ষীরোদগোপাল ও ধনগোপাল তার ভ্রাতুষ্পুত্র।
পূর্ববর্তী:
« গৌরমোহন বিদ্যালঙ্কার
« গৌরমোহন বিদ্যালঙ্কার
পরবর্তী:
গৌরী সেন »
গৌরী সেন »
Leave a Reply