গৌরমোহন আঢ্য (২০.১.১৮০৫ – ৩.৩.১৮৪৬) কলিকাতা। নিজে উচ্চশিক্ষিত না হলেও সরকারী সাহায্য ছাড়াই ইংরেজী শিক্ষা প্রসারের জন্য ১.৩-১৮২৯ খ্রী ‘ওরিয়েন্টাল সেমিনারী’ প্ৰতিষ্ঠা করেন। ইংরেজী শিক্ষার জন্য ছাত্রদের তখন খ্ৰীষ্টান ধর্মযাজকদের প্রতিষ্ঠিত স্কুলে যেতে হত। সেখানে হিন্দু ছাত্রদের উপর শিক্ষার সঙ্গে মিশনারীদের প্রচারিত ধর্মের প্রভাবও যথেষ্ট পড়ত। এই অসুবিধা দূরীকরণের নিমিত্ত ধর্মপ্রভাব-মুক্ত উচ্চ ইংরাজী বিদ্যালয় স্থাপন বাঙলা দেশের শিক্ষা-জগতে গৌরমোহনের এক বিশিষ্ট অবদান। কৃষ্ণদাস পাল, কৈলাসচন্দ্ৰ বসু, গিরিশচন্দ্ৰ ঘোষ (সাংবাদিক), উমেশ বন্দ্যোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অক্ষয়কুমার দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মনীষিগণও এই বিদ্যালয়ে পড়েছেন। দূরদৃষ্টিসম্পন্ন গৌরমোহন শিক্ষক-নির্বাচনে সতর্ক ছিলেন। নিচের ক্লাসে ফিরিঙ্গী, মাঝের ক্লাসে বাঙ্গালী, উচু ক্লাসে উচ্চশিক্ষিত ইংরেজ ও বাঙ্গালীদের নিয়োগ করতেন। একজন শিক্ষকের সন্ধানে শ্ৰীরামপুরের মিশনারীদের কাছ থেকে ফেরার পথে গঙ্গাবক্ষে নৌকাড়ুবিতে তাঁর মৃত্যু।
পূর্ববর্তী:
« গৌরদাস বসাক
« গৌরদাস বসাক
পরবর্তী:
গৌরমোহন বিদ্যালঙ্কার »
গৌরমোহন বিদ্যালঙ্কার »
Leave a Reply