গৌরদাস বসাক (১৮২৬ – ১৮৯৯) কলিকাতা। রাজকৃষ্ণ। বড়বাজারের বসাক পরিবারের এই কৃতী পুরুষ মৌলিক রচনায় কোন কৃতিত্ব না দেখালেও সে-যুগের সাংস্কৃতিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। হিন্দু কলেজের বিশিষ্ট ছাত্র, কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট। সরকারী কাজে বঙ্গের যে জেলাতেই গেছেন সেখানকার ঐতিহ্যাশ্রয়ী প্রত্নতত্ত্ব বিষয়ে মূল্যবান তথ্যপূর্ণ প্ৰবন্ধাদি রচনা করেছেন। সহপাঠী কবি মধুসূদনের সুদিন ও দুদিনের বন্ধু এবং সমাজসংস্কারে বিদ্যাসাগরের সঙ্গী ছিলেন। বেলগাছিয়া ভিলায় ‘রত্নাবলী’ নাটকের অভিনয়ে তিনি একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্ৰহণ করেছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো, ইংল্যাভীয় ফিলসফিক্যাল সোসাইটি, বুঢিস্ট টেক্সট্র সোসাইটি ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য এবং পারভিয়ারেন্স সোসাইটির সভাপতি, বঙ্গীয় রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য ও জেনারেল সেক্রেটারী ছিলেন। বরানগরে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবসর-গ্রহণের পর অনারারি ম্যাজিষ্ট্রেট ও জেপি, নিযুক্ত হন।
পূর্ববর্তী:
« গৌরগোবিন্দ রায়, উপাধ্যায়
« গৌরগোবিন্দ রায়, উপাধ্যায়
পরবর্তী:
গৌরমোহন আঢ্য »
গৌরমোহন আঢ্য »
Leave a Reply