গৌরগোবিন্দ রায়, উপাধ্যায় (১৮৪১ – ১৯১২) ঘোড়াচরা-পাবনা। গৌরমোহন। খুল্লতাতের পোষ্যপুত্ৰ ছিলেন। রংপুর হাই স্কুলে এন্ট্রান্স পর্যন্ত পড়েন। পরে সংস্কৃত ও কিছু ফারসী এবং এক মুসলমান সাধুর কাছে দরশ শিক্ষা করেন। কর্মজীবনে ১৮৬৩–১৮৬৬ খ্রী. পুলিস বিভাগের সাব-ইনস্পেক্টর ছিলেন। ১৮৬৬ খ্ৰীচাকরি ছেড়ে কেশবচন্দ্রের অনুগামী হন ও প্রচারকের ব্ৰত গ্ৰহণ করেন। ১৮৭৯ খ্রী. কেশবচন্দ্ৰ তাকে ধর্মশাস্ত্রের আলোচনা ও ব্যাখ্যার জন্য নিযুক্ত করেন এবং ১৮৭৬ খ্রী. ‘উপাধ্যায়’ উপাধি ও ‘জ্ঞানশিক্ষার্থী’-ব্ৰত দেন। তিনি আমরণ এই কাজে নিযুক্ত ছিলেন। ব্ৰাহ্মধর্মের আদর্শবাণী (মটো) ‘সুবিশালমিদং বিশ্বং পবিত্রং ব্ৰাহ্মমন্দিরম’ ইত্যাদি শ্লোকটি তারই রচনা। রচিত উল্লেখযোগ্য সংস্কৃত ও বাংলা গ্ৰন্থ : ‘শ্ৰীমদভগবদগীতাসমন্বয়ভাষ্য’, ‘শ্ৰীমদভগদগীতা প্ৰপূৰ্ত্তি, ‘বেদান্তসমন্বয়ভাষ্যং’, ‘শ্ৰীকৃষ্ণের জীবন ও ধর্ম’, ‘আচার্য কেশবচন্দ্ৰ’ প্ৰভৃতি। ‘ধর্মতত্ত্ব’ পত্রিকার সম্পাদনা এবং‘ভিক্টোরিয়া বালিকা বিদ্যালয়’ পরিচালনায় সহযোগিতা করা তার জীবনের অন্যতম উল্লেখযোগ্য কাজ। ‘শ্রুত প্রকাশ’ নামে সংস্কৃত পত্রিকা এবং কেশবচন্দ্রের ‘নবসংহিতা’, ‘যোগ’, ‘জীবনবেদ’ ও ‘ব্ৰহ্মগীতোপনিষদ’ – এর সংস্কৃত অনুবাদ প্রকাশ করেন। জীবনের শেষ দুই বৎসর সন্ন্যাস অবলম্বন করেন।
পূর্ববর্তী:
« গৌতম ঘোষ
« গৌতম ঘোষ
পরবর্তী:
গৌরদাস বসাক »
গৌরদাস বসাক »
Leave a Reply