গোষ্ঠ পাল (২০.৮.১৮৯৬ – ৮.৪.১৯৭৬) ভোজেশ্বর-ফরিদপুর। খ্যাতনামা ফুটবল খেলোয়াড়। ছোটবেলা থেকেই ফুটবল খেলা শুরু করেন। ১৯১১ খ্ৰী. মোহনবাগানের ঐতিহাসিক খেলায় সেন্টার হাফ-এর খেলোয়াড় রাজেন সেনের আনুকূল্যে তিনি ১৯১২ খ্ৰীঐ দলে যোগ দেন। ১৯১৩ খ্রী. মোহনবাগানের হয়ে তার প্রথম খেলা। তারপর দীর্ঘ ২৩ বছর দলের হয়ে রাইট ব্যাকে খেলে ১৯৩৫ খ্রী. অবসর নেন। তার পূর্বসূরীরা ১৯১১ খ্ৰী. ব্রিটিশ সামরিক শক্তির দুর্ধর্ষ ফুটবল দলকে হারিয়ে প্রথম আইএফ.এ শিল্ড জয়ের মাধ্যমে ফুটবলে উন্মাদনা আনলেও গোষ্ঠ পালই প্রথম ও প্রধান পুরুষ যিনি ফুটবল খেলে শৌর্যবীর্যের পরাকাষ্ঠায় পরাধীন ভারতের জাতীয় চেতনায় নাড়া দিয়েছিলেন। ডিফেন্সে দুর্ভেদ্য ছিলেন। তৎকালীন দৈনিক ‘ইংলিশম্যান’ তাকে নাম দিয়েছিল ‘চাইনীজ ওয়াল’। খেলার সময় বুটপরা ইউরোপীয়ান খেলোয়াড়দের আক্রমণের পর আক্রমণ তিনি খালি পায়ে কৃতিত্বের সঙ্গে প্রতিরোধ করতেন। ভারতীয় দল নিয়ে তিনি ১৯৩৩ খ্রী. সিংহলে (বর্তমান শ্ৰীলঙ্কা) যান। পরের বছর দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন নির্বাচিত হয়েও স্বাস্থ্যের কারণে যেতে পারেন নি। ১৯৬২ খ্ৰী ‘পদ্মশ্ৰী’-সম্মানে ভূষিত তিনিই প্রথম ফুটবল খেলোয়াড়। হকি খেলাতেও দক্ষ ছিলেন। ক্রিকেট এবং টেনিসও খেলতেন।
পূর্ববর্তী:
« গোলোকনাথ রায়
« গোলোকনাথ রায়
পরবর্তী:
গোষ্ঠবিহারী দে »
গোষ্ঠবিহারী দে »
Leave a Reply