গোলোকনাথ ন্যায়রত্ন (১৮০৭ – ১৮৫৫) নবদ্বীপ। হরচন্দ্ৰ ভট্টাচার্য। তিনি ন্যায়শাস্ত্রকে সহজবোধ্য করার জন্য নূতন পথ প্রদর্শন করেন। ন্যায়চর্চার ৪৫০ বছরের মধ্যে একমাত্র শঙ্কর তর্কবাগীশ ছাড়া আর কোন নৈয়ায়িক তার ছাত্ৰ-সম্পদ অতিক্রম করতে পারেন নি। বিক্রমপুর সমাজে নিমন্ত্রিত হয়ে তিনি সেখানকার মহারথীদের পরাজিত করেন। কলিকাতার প্রসন্নকুমার ঠাকুরের মহাসভায় পাঞ্জাবী সন্ন্যাসী পরমহংস জ্যোতিঃস্বরূপের সঙ্গে শাস্ত্ৰবিচারে সাফল্য লাভ করেন ও দেবভাষায় বক্তৃতাশক্তির জন্য বিশেষ খ্যাতিমান হন। প্ৰতিভাশালী পার্বতীচরণ বিদ্যাবাচস্পতি তার প্ৰিয়তম শিষ্য এবং হরিনাথ তর্কসিদ্ধান্ত তার পুত্র।
পূর্ববর্তী:
« গোলোকনাথ দাস
« গোলোকনাথ দাস
পরবর্তী:
গোলোকনাথ রায় »
গোলোকনাথ রায় »
Leave a Reply