গোলোকনাথ চট্টোপাধ্যায়, রেভারেন্ড (১৮১৭ – ২.৮.১৮৯১)। ডাফ সাহেবের স্কুলে পাঠরত অবস্থায় খ্ৰীষ্টধর্মের প্রতি অনুরাগী হন। এইজন্য তাঁর পিতা স্কুলের পড়ার খরচ বন্ধ করে দেওয়ায় তিনি ১৮৩৪ খ্রী. সন্ন্যাসীর বেশে গৃহত্যাগী হন এবং ১৮৩৬ খ্ৰী. খ্ৰীষ্টধর্ম গ্ৰহণ করেন। পাঞ্জাবের লুধিয়ানায় একটি চাকরি নিয়ে সেখানে ধর্মপ্রচারে উদ্যোগী হন। প্রবলপ্রতাপান্বিত রণজিৎ সিংহের রাজত্বে খ্ৰীষ্টধর্মপ্রচার দুঃসাহসের ব্যাপার ছিল। ফলে কিছুকালের জন্য বন্দী হন। ১৮৪৭ খ্ৰী রেভারেন্ড হয়ে জলন্ধরে ধর্মপ্রচারে যান এবং নানাস্থানে চিকিৎসালয়, বালিকা বিদ্যালয়, অনাথাশ্রম, গ্রন্থাগার, প্রচারাশ্রম ও ভজনালয় নির্মাণ করেন। কর্পূরতলার রাজকুমার হরনাথ সিংহ খ্ৰীষ্টধর্ম গ্ৰহণ করে তাঁর কন্যাকে বিবাহ করেন। পাঞ্জাবের নানাস্থানে তিনি বিষয়-সম্পত্তিও করেছিলেন। তাঁর মৃত্যুর পর ভক্তবৃন্দের চেষ্টায় ‘গোলোকনাথ মেমোরিয়াল চাৰ্চ’ নামে জলন্ধরে একটি গীর্জা প্রতিষ্ঠিত হয়।
পূর্ববর্তী:
« গোলাম হযরত
« গোলাম হযরত
পরবর্তী:
গোলোকনাথ দাস »
গোলোকনাথ দাস »
Leave a Reply