গোলাম মাসুম বা মাসুম খাঁ (? – ১৮৩১) তিতুমীরের ভাগিনেয় ও সেনাপতি ছিলেন। তার পরিচালনায় ওয়াহাবী বিদ্রোহীগণ অনেকবার ইংরেজ বাহিনীকে পর্যুদস্ত করেছিল। বারাসতের নারকেলবেড়িয়ার ‘বাঁশের কেল্লা’র পতনের সময় তিনি ইংরেজের হাতে বন্দী হন এবং বিচারে তার ফাঁসি হয়। ৬-২-১৮৩১ খ্রী. ওয়াহাবী বিদ্রোহ সশস্ত্র রূপ নেয়। কয়েকটি খণ্ডযুদ্ধের পর ১৪-১১-১৮৩১ খ্রী. অশ্বারোহী বাহিনীর সাহায্যে এ বিদ্রোহ দমন করা হয়।
পূর্ববর্তী:
« গোলাপসুন্দরী দেবী
« গোলাপসুন্দরী দেবী
পরবর্তী:
গোলাম মোস্তফা (কবি) »
গোলাম মোস্তফা (কবি) »
Leave a Reply