গোলাপসুন্দরী দেবী (১৮৬৪ – ১৯২৪)। শ্ৰীরামকৃষ্ণদেবের শিষ্যা ও সারদামণির প্রধান সেবিকা এবং ‘গোলাপী মা’ নামে পরিচিত ছিলেন। অসচ্ছল পরিবারের বধূ, একটি ছেলে ও একটি মেয়ে নিয়ে বিধবা হন। ছেলেটি অল্প বয়সে মারা গেলে আর্থিক অনাটন-হেতু তখনকার দিনের কৌলীন্য-প্ৰথা অগ্রাহ্য করে একমাত্র কন্যাকে পাথুরিয়াঘাটার সঙ্গীতানুরাগী সৌরীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে বিবাহ দেন। মেয়েটি পরে মারা গেলে তিনি প্রতিবেশিনী বন্ধু রামকৃষ্ণদেবের শিষ্যা যোগেন্দ্রমোহিনীর সঙ্গে রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে সাধিক হন।
পূর্ববর্তী:
« গোলাপবালা ওরফে সুকুমারী দত্ত
« গোলাপবালা ওরফে সুকুমারী দত্ত
পরবর্তী:
গোলাম মাসুম বা মাসুম খাঁ »
গোলাম মাসুম বা মাসুম খাঁ »
Leave a Reply