গোলাপবালা ওরফে সুকুমারী দত্ত। (১৯শ শতাব্দী)। বেঙ্গল থিয়েটারে মাইকেল ‘শর্মিষ্ঠা’ নাটকে (১৬-৮-১৮৭৩) বাঙলা রঙ্গমঞ্চে প্ৰথম যে ৪ জন অভিনেত্রীর আগমন ঘটে, তিনি তাদের অন্যতমা। উক্ত থিয়েটারে প্রথম অভিনয় করলেও তাকে সেরা অভিনেত্রী হতে সাহায্য করেছিলেন গ্রেট ন্যাশনাল থিয়েটারের উপেন দাস। গ্রেট ন্যাশানালে ‘শরৎ-সরোজিনী’ নাটকে ‘সুকুমারী’ চরিত্রে অভিনয় করে তিনি ‘সুকুমারী’ নামে পরিচিত হন। ১৮৭৫ খ্ৰী ফেব্রুয়ারীতে ঐ নাটকের অভিনেতা গোষ্ঠবিহারী দত্তের সঙ্গে তার বিবাহ হয়। একটি কন্যার জন্মের পর গোষ্ঠবিহারী বিলাত চলে যান। ফলে তিনি গৃহস্থ-জীবন ছেড়ে পুনরায় রঙ্গমঞ্চে আসেন। এর আগেই ২৩-৮-১৮৭৫ খ্রী. ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটার সুকুমারী-সাহায্য-রজনীতে ‘অপূর্ব সতী’ অভিনয় করে। ১৮৭৯ খ্রী. পুনরায় বেঙ্গল থিয়েটারে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ‘অশ্রুমতী’তে অভিনয় করেন। অর্ধেন্দুশেখর মুস্তফীর চেষ্টায় অভিনয়নৈপুণ্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল। সুকষ্ঠের অধিকারিণী ছিলেন। আনুমানিক ১৮৯০ খ্রী. অভিনয়-জীবন থেকে অবসর-গ্ৰহণ করেন। বিভিন্ন নাটকে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা : সুরেন্দ্রবিনোদিনীতে ‘নায়িকা’, পুরুবিক্রমে ‘ঐলাবিলা’, রজনীতে ‘রজনী’, কৃষ্ণকান্তের উইলে ‘রোহিণী’, আনন্দমঠে ‘শান্তি’, মৃণালিনীতে ‘গিরিজায়া’ প্রভৃতি। শেষ বয়সে তিনি বাড়ি বাড়ি গান গেয়ে বেড়াতেন।
পূর্ববর্তী:
« গোলাপচন্দ্ৰ সরকার, শাস্ত্রী
« গোলাপচন্দ্ৰ সরকার, শাস্ত্রী
পরবর্তী:
গোলাপসুন্দরী দেবী »
গোলাপসুন্দরী দেবী »
Leave a Reply