গোলাপচন্দ্ৰ সরকার, শাস্ত্রী (২৪.৭.১৮৪৬ – ২৪.৮.১৯১৫) ইন্দাস-বাঁকুড়া। শম্ভুনাথ। সংস্কৃত কলেজের প্রথম ব্ৰাহ্মণেতর ছাত্র গোলাপচন্দ্র সংস্কৃত ভাষা ও সাহিত্যে এম.এ. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ‘শাস্ত্রী’ উপাধিপ্রাপ্ত হন (১৮৭১)। ১৮৭৩ খ্রী. আইন পরীক্ষা পাশ করে ওকালতী পেশা গ্ৰহণ করেন। হিন্দু আইনের মূল স্মৃতি ও ধর্মশাস্ত্রে প্রগাঢ় জ্ঞানের জন্য হিন্দু আইন বিশেষজ্ঞ হিসাবে বঙ্গের বাইরেও তার খ্যাতি ও প্রতিপত্তি ছিল। প্রিভি কাউন্সিলে হিন্দু আইন ও মুসলমানী আইন-বিশেষজ্ঞ নির্বাচনে পরামর্শ দান করেন। ১৮৮৮ খ্রী।তিনি দত্তক-বিষয়ক হিন্দু আইন সম্বন্ধে ঠাকুর ল লেকচার দেন। রচিত গ্ৰন্থ : ‘হিন্দু আইন’, ‘বীর মিত্ৰোদয়’, ‘দায়তত্ত্ব, ‘বিবাদ রত্নাকরা’; প্রথমটি মৌলিক, অন্যগুলি মূলগ্রন্থের ইংরেজী অনুবাদ। তাছাড়া ‘দায়ভাগ’ ও ‘মিতাক্ষরা’র একটি প্রামাণ্য সংস্করণও প্রকাশ করেছিলেন। বিদ্যাসাগরের মৃত্যুর পর মেট্রোপলিটান কলেজের সঙ্কটময় অবস্থায় তিনি বিনা বেতনে অধ্যাপকের কাজ করে ও আর্থিক সাহায্য দিয়ে তার স্থায়িত্ববিধান করেন। ১৯০৮ খ্রী. তিনি ল বোর্ডের ফ্যাকাল্টি অফ ল-র সভাপতি হয়েছিলেন।
পূর্ববর্তী:
« গোরাচাঁদ পীর
« গোরাচাঁদ পীর
পরবর্তী:
গোলাপবালা ওরফে সুকুমারী দত্ত »
গোলাপবালা ওরফে সুকুমারী দত্ত »
Leave a Reply