গোরাচাঁদ পীর (১৩শ শতাব্দী) মক্কা। প্রকৃত নাম সৈয়দ আব্বাস আলী। আরবের ধর্মনেতা শাহজালালের ৩৬১ জন শিষ্যের মধ্যে ভারতে আগত ২২ জন প্রচারক বা আউলিয়া দলের নেতা হয়ে গোরাচাদ পীর চব্বিশ পরগনার রায়কোলায় কেন্দ্ৰ স্থাপন করেন। কেন্দ্রটি ‘বাইশ আউলিয়ার দরগাহ’ নামে পরিচিত। তিনি বালাণ্ডার রাজা চন্দ্ৰকেতুকে ইসলাম ধর্মে দীক্ষিত করার চেষ্টা করেন। পরে হাতীয়া গড়ে প্রবেশ করলে ঐ স্থানের রাজার সঙ্গে এক সংঘর্ষে আহত হয়ে তিনি প্ৰাণত্যাগ করেন। হিন্দু ভক্তগণ ঐ স্থানেই তাকে কবরস্থ করে। প্ৰবাদ যে, পীরের হাড় থাকায় ঐ স্থানের নাম ‘হাড়োয়া’ হয়েছে। প্রকৃত সমাধি এখানে থাকলেও বাঙলাদেশের বিভিন্ন অংশে তার প্রতীক সমাধি আছে। হাড়োয়াতে ফাল্লুন মাসে বিরাট মেলা হয়।
পূর্ববর্তী:
« গোরাচাঁদ অধিকারী
« গোরাচাঁদ অধিকারী
পরবর্তী:
গোলাপচন্দ্ৰ সরকার, শাস্ত্রী »
গোলাপচন্দ্ৰ সরকার, শাস্ত্রী »
Leave a Reply