গোরাচাঁদ অধিকারী (১৯০০ – ১৯৮৩) বিষ্ণুপুর-বাঁকুড়া। পালাগানের বিবেকরূপে পরিচিত ছিলেন। অভিনেতা লম্বোদর ভট্টাচার্য তাঁর নিজের দেশের বালক ১১ বছরের গোরাচাদকে রাধাবিনোদিনীর দলে নিয়ে আসেন। পরে সত্যম্বর অপেরাতে যোগ দেন। ওস্তাদ শিবশঙ্করের শিষ্যত্ব গ্রহণ করে যাত্রা ছেড়ে।রাগসঙ্গীতের আসরে চলে আসেন। ‘রক্তমুকুট’, ‘দক্ষযজ্ঞ’ প্রভৃতি পালায় সুরারোপ করে জনপ্রিয়তা অর্জন করেন। হিন্দুস্থান গ্রামোফোন, জুপিটার থিয়েটার, মিনার্ভা থিয়েটার ও অল ইন্ডিয়া রেডিয়োর শিল্পী ছিলেন। বিষ্ণুপুরে শেষ জীবন অর্থকষ্টে কাটে।
পূর্ববর্তী:
« গোরা সৈয়দ সাহেব
« গোরা সৈয়দ সাহেব
পরবর্তী:
গোরাচাঁদ পীর »
গোরাচাঁদ পীর »
Leave a Reply