গোরক্ষনাথ (১০/১১শ শতাব্দী)। নাথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মীননাথের শিষ্য। বাঙলাদেশে প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি রাজা গোপীচন্দ্ৰ বা গোবিন্দচন্দ্রের সমসাময়িক। গোপীচন্দ্রের মাতা ময়নামতী তার শিষ্যা ছিলেন। পাঞ্জাবের যোগীরা, বাঙলার নাথ-যোগীরা ও নাথপন্থীরা গোরক্ষনাথকে গুরু বলে স্বীকার করে। পরবর্তী কালে ‘গোরক্ষাসংহিতা’, ‘গোরক্ষসিদ্ধান্ত’ প্রভৃতি গ্রন্থে গোরক্ষনাথের ধর্মীয় সিদ্ধান্ত বিধৃত হয়েছে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে ‘জ্ঞানকারিকা’ সম্ভবত গোরক্ষনাথের রচিত। ‘গোরক্ষাবিজয়’ গ্ৰন্থ অনুসারে গোরক্ষনাথই কালীঘাটের কালী প্রতিষ্ঠা করেন।
পূর্ববর্তী:
« গোবিন্দরাম মিত্র
« গোবিন্দরাম মিত্র
পরবর্তী:
গোরা পীর »
গোরা পীর »
Leave a Reply