গোবিন্দরাম মিত্র (? – ১৭৬৬) চানক—চব্বিশ পরগনা। ঈস্ট ইন্ডিয়া কোম্পানী সাবর্ণ চৌধুরীদের কাছে তিনটি গ্রাম (কলিকাতা, সুতানুটি ও গোবিন্দপুর) কিনে (১৬৯৮) কলিকাতা জমিদারি বা প্রেসিডেন্সীর পত্তন করেন। এর রাজস্ব আদায়ের জন্য একজন নির্ধারিত ইংরেজ কর্মচারীর সহকারী হিসাবে একজন ভারতীয় নিযুক্ত হয়। প্ৰথম ভারতীয় সহকারী নন্দরাম সেন। নন্দরামের পদচ্যুতির পর নিযুক্ত হন গোবিন্দরাম মিত্র। ইংরেজ কালেক্টরের সহকারী হিসাবে ডেপুটি কালেক্টর বা ব্ল্যাক ডেপুটি বলে তিনি পরিচিত হন। ব্যারাকপুরের কাছে চানক গ্রাম থেকে কুমারটুলি অঞ্চলে এসে এই ডেপুটি কালেক্টর বৈধ-অবৈধ নানা উপায়ে প্রভূত সম্পদ অর্জন করেন। অত্যন্ত প্রভাবশালী এই ব্যক্তির উপরওয়ালা হলওয়েল সাহেব চেষ্টা করেও তাকে পদচ্যুত করতে পারেন নি। এরূপ প্রবল প্ৰতাপের জন্য ‘গোবিন্দরামের ছড়ি’ বলে একটি প্রবাদ-বাক্যের সৃষ্টি হয়েছে। তিনি গঙ্গার তীরে কুমারটুলিতে নয়টি চূড়াবিশিষ্ট কালীমন্দির স্থাপন করেন (১৭২৫)। এই নবরত্নমন্দির (বিদেশীদের কাছে ‘দি প্যাগোদা’) উচ্চতায় শহীদ মিনারের থেকে অধিক উচু ছিল। বাগবাজার সিদ্ধেশ্বরী কালীমন্দিরের পাশে এই মন্দিরের ধ্বংসাবশেষ আছে।
পূর্ববর্তী:
« গোবিন্দপ্ৰসাদ সিংহ
« গোবিন্দপ্ৰসাদ সিংহ
পরবর্তী:
গোরক্ষনাথ »
গোরক্ষনাথ »
Leave a Reply