গোবিন্দপ্ৰসাদ রায় (১২৪৫ – ১৩০৪ ব.) পাবনা। রাধানাথ। কাশীতে শিক্ষাপ্রাপ্ত হন। দীর্ঘদিন রংপুর জেলার কাকিনার জমিদারদের প্রধান অমাত্য ছিলেন। গণিত ও স্মৃতিশাস্ত্ৰে পাণ্ডিত্য ছিল। ‘মৃন্ময়ী’, ‘হরিবাসর-তত্ত্বসার’, ‘অষতাদশ বিদ্যা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা। মৃন্ময়ী-গ্রন্থে জ্যোতিষ শাস্ত্রে হিন্দুদের অভিজ্ঞতার বিষয় বিবৃত হয়েছে। সংস্কৃত ভাষায় পারদর্শিতার জন্য নবদ্বীপের পণ্ডিতগণ তাকে ‘বিদ্যাবিনোদ’ উপাধিতে ভূষিত করেন।
পূর্ববর্তী:
« গোবিন্দপদ দত্ত
« গোবিন্দপদ দত্ত
পরবর্তী:
গোবিন্দপ্ৰসাদ সিংহ »
গোবিন্দপ্ৰসাদ সিংহ »
Leave a Reply