গোবিন্দপদ দত্ত। ধর্মদা-নদীয়া। সুরেশচন্দ্র। কৃষ্ণনগরে একদা সাধনা লাইব্রেরী, দরিদ্র ভাণ্ডার ও অ্যাথলেটিক ক্লাবকে কেন্দ্র করে যে বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল তিনি তার অন্যতম প্রধান ছিলেন। এ.ভি. স্কুল থেকে প্রবেশিকা ও কৃষ্ণনগর কলেজ থেকে বি.এ. পাশ করেন। বঙ্গীয় প্ৰাদেশিক কংগ্রেস কমিটির সদস্য ও নদীয়া জেলা কংগ্রেসের সহ-সম্পাদক ছিলেন। ছাত্ৰ-সমিতি ও তার স্বেচ্ছাসেবক বাহিনীরও তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৩০ খ্রী. আইন অমান্য আন্দোলনে সম্পূর্ণ অংশ গ্রহণ করার আগেই চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের ঘটনার ফলে সারা বাঙলার বিপ্লবীদের সঙ্গে রাজদ্রোহের অভিযোগে বিনা বিচারে বন্দী হন। ১৬.৯.১৯৩১ খ্রী. হিজলী বন্দীশালায় পুলিসের গুলিচালনাকালে তিনি আহত হন, ফলে তার একটি হাত কেটে বাদ দিতে হয়। কারামুক্তির কিছুদিন পর তিনি কংগ্রেস ছেড়ে বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত হন।
পূর্ববর্তী:
« গোবিন্দদাস কর্মকার
« গোবিন্দদাস কর্মকার
পরবর্তী:
গোবিন্দপ্ৰসাদ রায় »
গোবিন্দপ্ৰসাদ রায় »
Leave a Reply