গোবিন্দচরণ দাস (১৮৩৬ – ১৯০৬) শ্ৰীহট্ট। গৌরাঙ্গচন্দ্ৰ। প্রথমে টোলে সংস্কৃতশিক্ষা ও পরে ইংরেজী শিক্ষাপ্রাপ্ত হয়ে জুনিয়র ও সিনিয়র স্কলারশিপ এবং ১৮৬০ খ্রী. এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন। কর্মজীবনে প্রথমে ময়মনসিংহ জেলা স্কুলে শিক্ষকতা শুরু করেন। পরে আরও কয়েকটি স্কুলের প্রধান-শিক্ষকের কাজ করেছিলেন। শিক্ষক হিসাবে যথেষ্ট সুনাম ছিল। এ ছাড়া সঙ্গীতবিদ্যানুরাগী ও কুস্তিগির বলেও পরিচিত ছিলেন।
পূর্ববর্তী:
« গোবিন্দচরণ চৌধুরী
« গোবিন্দচরণ চৌধুরী
পরবর্তী:
গোবিন্দদাস »
গোবিন্দদাস »
Leave a Reply