গোবিন্দচরণ কর। ঢাকা। ছাত্রাবস্থায় বিপ্লবী দলে যোগ দেন। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে আত্মগোপন করেন। পুলিস তার উত্তরবঙ্গের গোপনাবাস ঘিরে ফেলে। সেখানে গুলি-বিনিময়ে তিনি আহত ও অজ্ঞান অবস্থায় ধরা পড়েন। মামলায় ৮ বছর দ্বীপান্তর দণ্ড হয়। তার বুকের ও হাতের মধ্যে প্রবিষ্ট গুলি বার না করেই তাকে আন্দামানে পাঠান হয়। গুরুতর অসুস্থ অবস্থায় ১৯২০ খ্রী. মুক্তি পান। পুনরায় বিপ্লব-কর্মে লিপ্ত হন। যোগেশ চ্যাটার্জি গ্রেপ্তার হবার পর ১৯২৫ খ্রী. বাঙলা ও উত্তর প্রদেশের যোগাযোগ রাখার জন্য দলের নির্দেশে উত্তরপ্রদেশে আসেন। কাকোরী ষড়যন্ত্রের মামলায় তিনি ধরা পড়েন ও বিচারে দ্বীপান্তরিত হন। মুক্তিলাভের পর কলিকাতায় বাস করছিলেন। এ সময় ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গা আরম্ভ হলে বিমানযোগে ঢাকা যাত্রা করেন। বিমানটি সেখানে অবতরণমাত্র তিনি আক্রান্ত হন। মোট ২২টি ছুরিকাঘাত পেলেও কোনরকমে তখনকারমত প্ৰাণে বেঁচে যান। কিন্তু সম্পূর্ণ সুস্থ হন নি। কয়েক বছরের মধ্যেই তার মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« গোবিন্দচন্দ্র রায়
« গোবিন্দচন্দ্র রায়
পরবর্তী:
গোবিন্দচরণ চৌধুরী »
গোবিন্দচরণ চৌধুরী »
Leave a Reply