গোবিন্দ অধিকারী (১৮০০? – ১৮৭২) হুগলী জেলার খানাকুল কৃষ্ণনগরের নিকটবতী জঙ্গীপাড়া গ্রামে বৈরাগীকুলে জন্ম। স্বগ্রামে বাল্য-শিক্ষা শেষ করে তিনি হাওড়া জেলার ধুরখালি গ্রামের গোলোকদাস অধিকারীর নিকট কীর্তন শিক্ষা করেন। জাতিতে বৈষ্ণবশ্রেণীভুক্ত ব্ৰাহ্মণ ছিলেন। জগদীশ বন্দ্যোপাধ্যায়ের যাত্ৰাদলে ‘ছোকরা’ হিসাবে প্রথম খ্যাতি অর্জন করেন। প্রথমে নিজেই কীর্তনিয়া দল ও পরে ‘কালীয় দমন’ যাত্রাদল গঠন করে অভিনয় আরম্ভ করেন। ‘রাধাকৃষ্ণের লীলা’ অভিনয়ে তিনি স্বয়ং দূতীর ভূমিকায় খ্যাতিমান হন ও প্রতিষ্ঠা অর্জন করেন। তারপর তিনি জাঙ্গীপাড়া-কৃষ্ণনগর ছেড়ে কলিকাতার নিকটস্থ সালিখায় আসেন। যাত্রাদলের জন্য তাঁর রচিত বহু পদাবলী ও সঙ্গীত বাংলা ভাষার শ্ৰীবৃদ্ধিসাধনে সহায়ক হয়েছে। একই সঙ্গে যাত্রা, কীর্তন ও কথকতায় তিনি বহু অর্থ উপার্জন করেন ও জমিদারী ক্রয়ে সক্ষম হন। রচিত উল্লেখযোগ্য যাত্রাপালা : ‘শুকসারীর পালা’ ও ‘চুড়ানূপুরের দ্বন্দ্ব’।
পূর্ববর্তী:
« গোবর্ধন দিকপতি
« গোবর্ধন দিকপতি
পরবর্তী:
গোবিন্দ দেব »
গোবিন্দ দেব »
Leave a Reply