গোবর্ধন আচাৰ্য (১২শ শতাব্দী)। বঙ্গাধিপতি লক্ষ্মণসেনের অন্যতম সভা-কবি। আর্য ছন্দে রচিত তার গ্ৰন্থ ‘আর্যসপ্তশতী’তে সাত শতাধিক শৃঙ্গাররস-প্রধান পরস্পর-নিরপেক্ষ শ্লোক বৰ্ণানুক্রমে বিভিন্ন বিভাগ বা ব্ৰজ্যায় গ্রথিত আছে। তার রচনা-চাতুর্য সম্বন্ধে কবি জয়দেব গীত গোবিন্দ-গ্রন্থে উচ্ছসিত প্রশংসা করেছেন।
পূর্ববর্তী:
« গোবর গুহ
« গোবর গুহ
পরবর্তী:
গোবর্ধন দিকপতি »
গোবর্ধন দিকপতি »
Leave a Reply