গোপেন্দুভূষণ সাংখ্যাতীর্থ (১৮৮৯? – ১৭.৭.১৯৭২) বুড়োশিবতলা-নবদ্বীপ (?)। তিনি একাধারে সংস্কৃতজ্ঞ পণ্ডিত, সমাজসেবী, রাজনীতিক, সাংবাদিক ও সঙ্গীতজ্ঞ ছিলেন। ১৯০৭ খ্রী. রিপন কলেজে পড়াশুনা করেন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের আহ্বানে দেশসেবায় ব্ৰতী হন। দীর্ঘদিন নবদ্বীপ কংগ্রেসের সভাপতি ও ‘বঙ্গবিবুধ জননী সভা’র সম্পাদক ছিলেন। ভারতের বিভিন্ন অঞ্চলে নিখিল ভারত ধর্ম সম্মেলনে যোগ দিয়ে বৈষ্ণবদর্শন সম্বন্ধে সারগর্ভ বক্তৃতা দ্বারা খ্যাতি অর্জন করেন। তার রচিত চৈতন্যচরিতামৃতের সংস্কৃত গদ্যানুবাদ এবং রামচরিতমানসের সংস্কৃত পদ্যানুবাদ সারা ভারতে সমাদৃত হয়। তার সর্বশেষ সাহিত্যকর্ম চার বেদের বঙ্গানুবাদ। পাণ্ডিত্যের জন্য ১৯৭০ খ্ৰী. রাষ্ট্রপতি তাকে বিশেষ সম্মানে ভূষিত করেন।
পূর্ববর্তী:
« গোপীমোহন ঠাকুর
« গোপীমোহন ঠাকুর
পরবর্তী:
গোপেশ্বর পাল »
গোপেশ্বর পাল »
Leave a Reply