গোপীমোহন ঠাকুর (১৯শ শতাব্দী)। খুব সম্ভব তিনিই প্রথম বাঙালী সাহিত্যিক, যিনি ইংরেজি নভেল-জাতীয় গ্রন্থের অনুসরণে বাংলা ভাষায় ‘বিজয়বল্লভ’-গ্ৰন্থটি ১৮৬৩ খ্রী. প্রকাশ করেন। এর দুই বছর পর বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ প্রকাশিত হয়।
গোপীমোহন ঠাকুর (১৭৬০ – ১৮১৯) কলিকাতা। দর্পনারায়ণ। পাথুরিয়াঘাটা ঠাকুর বংশের দ্বিতীয় পুরুষ। ইংরেজী, ফরাসী, পতুগীজ, সংস্কৃত, ফারসী ও উর্দু ভাষা জানতেন। ব্রিটিশ সরকারের উচ্চপদে অধিষ্ঠিত ছিলেন। ইংরেজী শিক্ষার প্রসারকল্পে হিন্দু কলেজ স্থাপনে এককালীন ১০ হাজার টাকা দান করেন এবং হিন্দু কলেজের বংশানুক্রমিক গবর্নর পদ লাভ করেন। সংস্কৃত-চৰ্চায় উৎসাহী ছিলেন এবং সঙ্গীতজ্ঞ, ব্যায়ামবীর প্রভৃতির সমাদর ও প্রতিপালন করতেন। মূলাজোড়ে দ্বাদশ শিবলিঙ্গ ও স্থাপনের জন্য এবং অতিথিভবন ও মন্দিরের ব্যয়নির্বাহাৰ্থ বহু সম্পত্তি দান করেন। চন্দ্ৰকুমার ও প্রসন্নকুমার তার পুত্রদ্বয়।
Leave a Reply