ক্ষীরোদাসুন্দরী চৌধুরী (১৮৮৩ – ?) সুন্দাইল-ময়মনসিংহ। শিবসুন্দর রায়। স্বামী ব্রজকিশোর চৌধুরী। ৩২/৩৩ বৎসর বয়সে এক কন্যা নিয়ে বিধবা হন। দেবরপুত্র ক্ষিতীশ চৌধুরী ও বিপ্লবী নেতা সুরেন্দ্রমোহন ঘোষ তাকে, বিপ্লবী প্রতিষ্ঠান ‘যুগান্তর’-এর দলভুক্ত করেন। ১৯১৬/১৭ খ্ৰী. পলাতক বিপ্লবীদের আশ্রয়দাত্রীরূপে বিপদের ঝুঁকি নিয়ে নিজের গ্রাম ছেড়ে বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন।
পূর্ববর্তী:
« ক্ষীরোদরঞ্জন বন্দ্যোপাধ্যায়
« ক্ষীরোদরঞ্জন বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
ক্ষুদিরাম বসু »
ক্ষুদিরাম বসু »
Leave a Reply