ক্ষীরোদরঞ্জন বন্দ্যোপাধ্যায় (১৯১২ – ১৯৪৮) কাশীপুর-বরিশাল। চিন্তাহরণ। পিতার কর্মস্থল চট্টগ্রামে জন্ম। চট্টগ্রাম কলেজে পড়ার সময় সূর্য সেনের কাছে দীক্ষিত হয়ে বিপ্লবী সংগঠনে যোগ দেন। ১৮.৪.১৯৩০ খ্রী. চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম সৈনিক। ২২.৪.১৯৩০ খ্রী. জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যের সঙ্গে মুখোমুখি যুদ্ধে জয়লাভ করেন। এই যুদ্ধে ১২জন বীর শহীদ হন। সাত বছর পলাতকের জীবনে কখনও মজুর, কখনও স্কুলের শিক্ষক, কখনও-বা মাঝি-মাল্লার কাজ করতে হয়েছে। ব্রিটিশ সরকার তাকে না পেয়ে বৃদ্ধ পিতাকে রেলের চাকরি থেকে অবসর নিতে বাধ্য করে এবং পরিবারের একমাত্র উপার্জনশীল জ্যেষ্ঠভ্রাতাকে চাকরি থেকে বিতাড়িত করে। পরে ধরা পড়েন। সাড়ে তিন বছর কারাদণ্ড ভোগ করে ভগ্নস্বাস্থ্য নিয়ে মুক্তি পান। যক্ষ্মারোগে মৃত্যু।
পূর্ববর্তী:
« ক্ষীরোদবিহারী চক্রবর্তী
« ক্ষীরোদবিহারী চক্রবর্তী
পরবর্তী:
ক্ষীরোদাসুন্দরী চৌধুরী »
ক্ষীরোদাসুন্দরী চৌধুরী »
Leave a Reply