ক্ষীরোদবিহারী চক্রবর্তী (? – ১৯৪৪) বন্দর-ঢাকা। জলপাইগুড়ি থেকে এন্ট্রান্স পরীক্ষায় জেলার মধ্যে প্রথম হওয়ায় বিশেষ পুরস্কার জেলাশাসকের হাত থেকে নিতে হবে জেনে তা না নিয়ে ফিরে আসেন। কলিকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বি.এ. পাশ করার পর পুলিস গোয়েন্দার হাত এড়াতে জাহাজে পে-মাস্টার বা পার্সার-এর কাজ নিয়ে দেশত্যাগ করেন। পরে দেশে ফিরে এসে কলিকাতায় হিন্দুস্থান কো-অপারেটিভ ইনসিওরেন্সে সুরেন্দ্রনাথ ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। ১৯১৮ খ্রী. তাঁর কর্মেদ্যমে এবং ময়মনসিংহ—গৌরীপুরের মহারাজা ব্রজেন্দ্রকিশোর, পাইকপাড়ার কুমার অরুণ সিংহ প্রভৃতির মোটা মূলধনে ‘ক্লাইভ ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড’ প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান থেকেই ভারতে প্ৰস্তুত প্ৰথম বৈদ্যুতিক পাখা ‘ক্লাইড ফ্যান’ বের হয়। ৩০ দশকের মন্দায় ক্লাইড ইঞ্জিনিয়ারিং লিকুইডেশনে গেলে তিনি একক চেষ্টায় ‘ক্যালকাটা ফ্যান’ নামে এক নতুন কারখানা এবং ‘চক্রবর্তী ইন্ডাস্ট্রিয়াল স্কুল’ স্থাপন করেন (১৯৩২)।
পূর্ববর্তী:
« ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
« ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
পরবর্তী:
ক্ষীরোদরঞ্জন বন্দ্যোপাধ্যায় »
ক্ষীরোদরঞ্জন বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply