ক্ষীরোদ নট্ট (১৮৬৮ – ১২.৩.১৯৭৫) মাছরঙ,গাভা-বরিশাল। রূপচাঁদ। পাঁচ বছর বয়সে পিতার মৃত্যু হলে অনটনে পিতার ঢোলটিও বিক্রি হয়ে যায়। যজ্ঞেশ্বর নট্ট তাকে ঢোল শেখান। গুরুর সঙ্গে তিনি ৪০ বছর আসরে বাজিয়েছেন। মৃত্যুর আগে গুরু যজ্ঞেশ্বর শিষ্যের হাতে তাঁর ঢোল তুলে দেন। ত্রিপুরা, দ্বারভাঙ্গা প্রভৃতি রাজবাড়িতে ঢোল বাজিয়ে তিনি উচ্ছসিত প্ৰশংসা পান। বরিশালে এক কংগ্রেস অধিবেশনে অশ্বিনীকুমার দত্ত তিনটি জিনিস উপহার দেন—মুকুন্দ দাসের গান, ক্ষীরোদ নট্টের ঢোল আর বালাম চাল। তার বাজনা শুনে গান্ধীজী তাকে খন্দরের চাদর এবং সুভাষচন্দ্ৰ খদ্দরের রুমাল উপহার দিয়েছিলেন। নবদ্বীপের বঙ্গবাণী সঙ্গীত কলেজে তিনি ১২ বছর শিক্ষকতা করেন। বহু বিশিষ্ট চিত্র-পরিচালক ছায়াছবিতে তাঁর ঢোল-বাজনা ব্যবহার করেছেন। দেশ-বিভাগের পর ১৯৫০ খ্রী. পশ্চিমবঙ্গে এসে প্রথমে ধুবুলিয়া ক্যাম্পে ওঠেন। পরে হাবড়ার কাছাকাছি কয়াডাঙ্গা গ্রামে আসেন। সেখানকার জমিদারের আনুকূল্যে ঐ গ্রামে নট্ট কলোনী গড়ে ওঠে। এক বঙ্গ সংস্কৃতি সম্মেলন তাকে বিপুলভাবে সংবর্ধনা জানায়। পশ্চিমবঙ্গ সরকার থেকে তিনি বৃত্তি পেতেন।
পূর্ববর্তী:
« ক্ষিরোদচন্দ্ৰ চৌধুরী, ডাঃ
« ক্ষিরোদচন্দ্ৰ চৌধুরী, ডাঃ
পরবর্তী:
ক্ষীরোদগোপাল মুখোপাধ্যায় »
ক্ষীরোদগোপাল মুখোপাধ্যায় »
Leave a Reply