ক্ষীরোদচন্দ্র রায়চৌধুরী (? – ১৩২৩ ব.)। সরকারী শিক্ষাবিভাগ থেকে অবসর-গ্রহণের পর উড়িষ্যায় বসবাসকালে কটক শহর থেকে স্টার অফ উৎকল নামে একটি সংবাদপত্র প্রকাশ করেন। কোন কারণে সরকার এই শক্তিশালী সংবাদপত্রটির ওপর জামিন চাইলে তিনি কাগজটির প্রকাশ বন্ধ করে দেন। এরপর একটি স্কুল প্ৰতিষ্ঠা করেন। কটক থেকে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করেছিলেন। তাঁর রচিত ‘মানব প্রকৃতি’ এই বিষয়ে বাংলা ভাষায় প্রথম গ্ৰন্থ। তিনি জাতিবিজ্ঞান (ethnology) এবং বৌদ্ধধর্ম-বিষয়েও অনেক প্ৰবন্ধের রচয়িতা।
পূর্ববর্তী:
« ক্ষীরোদচন্দ্র দেব
« ক্ষীরোদচন্দ্র দেব
পরবর্তী:
ক্ষীরোদচন্দ্ৰ মুখোপাধ্যায় »
ক্ষীরোদচন্দ্ৰ মুখোপাধ্যায় »
Leave a Reply