ক্ষীরোদচন্দ্ৰ মুখোপাধ্যায় (৮.২.১৮৯৮ – ২১.১.১৯৭১) নলিয়াগ্রাম–ফরিদপুর। যাদবচন্দ্ৰ। ১৯২০ খ্রী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনে প্ৰথম শ্রেণীতে এম-এ, পাশ করেন; পরে পি.আর.এস হন ও মোয়াট স্বর্ণপদক লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন ও মনোবিজ্ঞানের অধ্যাপক (১৯২০-৪৭) এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক (১৯৪৭ — ৬১) ছিলেন। ১৯৬১ খ্রী. থেকে ভারত সরকারের বিজ্ঞান ও কারিগরী গবেষণা পরিষদের অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিকররূপে আমৃত্যু কাজ করেন। ‘ls Gregariousness an instinct’, ‘Sex in Tantras’ প্রভৃতি বহু গবেষণামূলক নিবন্ধ রচনা করেন এবং মনোবিশ্লেষণের জন্য একটি যন্ত্রের পরিকল্পনা করেন (১৯৩৫)। যন্ত্রটি আমেরিকার Stoelting 8, Co. কর্তৃক নির্মিত হয় এবং উদ্ভাবকের নামানুসারে তার নামকরণ করা হয়। ‘Mukherjee Aesthesiometer’। দেশী-বিদেশী বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তাঁর গবেষণামূলক নিবন্ধের সংখ্যা ২৫টি। ঢাকা অনাথাশ্রম, ইডেন কলেজ, মুক-বধির বিদ্যালয় প্রভৃতির কর্মপরিষদের সদস্যরূপে ঢাকার সামাজিক কাজে অংশ নেন। ‘ওয়েস্ট এণ্ড হাইস্কুলে’র প্রতিষ্ঠাতা, ভারতীয় বিজ্ঞান কংগ্রেস (১৯৩৭) ও ভারতীয় দর্শন কংগ্রেসে (১৯৪৭) মনোবিজ্ঞান শাখার সভাপতি, ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের হায়দ্রাবাদে অনুষ্ঠিত দর্শন ও মনোবিজ্ঞানের যুক্ত অধিবেশনের সভাপতি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের ফেলো (১৯৫৫), council of N.I.S.I.-এর সদস্য (১৯৬৬-৬৭) এবং এশিয়াটিক সোসাইটির ফেলো ছিলেন।
পূর্ববর্তী:
« ক্ষীরোদচন্দ্র রায়চৌধুরী
« ক্ষীরোদচন্দ্র রায়চৌধুরী
পরবর্তী:
ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ »
ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ »
Leave a Reply