ক্ষীরোদচন্দ্র দেব (১৮৯৩ – ২.৬.১৯৩৭) লাউতা-শ্ৰীহট্ট। সতীশচন্দ্ৰ। পিতামহ ও পিতা ব্রিটিশ সরকারের প্রদত্ত উপাধিধারী ছিলেন। কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে বি-এ, ও বি.এল. পাশ করে শ্ৰীহট্টে ওকালতি শুরু করে (১৯২০) অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে আইন ব্যবসায় ত্যাগ করেন। এ সময় থেকেই সুরমা উপত্যকা অঞ্চলে নেতারূপে পরিচিত হন। ষোল বছর এ অঞ্চলে সকল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ১৯২৩ খ্রী. স্বরাজ্য দলে যোগ দিয়ে আসাম ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। একজন পার্লামেণ্টারী বক্তারূপে সুপ্রতিষ্ঠিত হয়ে এখানে পুননির্বাচিত হন। ১৯৩০ খ্ৰী আন্দোলনের সময়ে ভানুবিলে প্ৰায় এক সহস্ৰ মণিপুরী কৃষকের সত্যাগ্ৰহ আন্দোলনে নেতৃত্ব দেন। দেড় বছর কারাদণ্ড ভোগ করে ১৯৩২ খ্রী. মুক্তি পান। এরপর কংগ্রেসে যোগ দেন এবং ১৯৩৭ খ্রী. আসাম ব্যবস্থাপক সভায় কংগ্রেস দলের সহকারী নেতা নির্বাচিত হন। শ্ৰীহট্ট এম. সি. কলেজ স্থাপনে সহায়তা করেন। এ জেলায় কালাজ্বর প্ৰপীড়িতদের জন্য হাসপাতাল প্ৰতিষ্ঠায় প্রধান উদ্যোগী ছিলেন। ‘জনশক্তি’, ‘শ্ৰীভূমি’, ‘প্রবাসী’ প্রভৃতি পত্রিকায় রাজনৈতিক প্ৰবন্ধ লিখতেন।
পূর্ববর্তী:
« ক্ষীরোদগোপাল মুখোপাধ্যায়
« ক্ষীরোদগোপাল মুখোপাধ্যায়
পরবর্তী:
ক্ষীরোদচন্দ্র রায়চৌধুরী »
ক্ষীরোদচন্দ্র রায়চৌধুরী »
Leave a Reply