ক্ষিতীশচন্দ্র নিয়োগী (১৮৮৮ – ২.৬.১৯৭৭) বিক্রমপুর-ঢাকা। সতীশচন্দ্র। ঢাকা কলেজের স্নাতক এবং কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে এম.এ. পাশ করেন। পরে আইনে স্নাতক হয়ে কলিকাতা হাইকোর্টে ও দিল্লীর ফেডারেল কোর্টে প্র্যাকটিস করেন। ১৯২১ – ২৪ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয় কোর্টের সদস্য এবং ১৯২১ – ৩৪ খ্ৰী. আইনসভার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। ১৯৩১ খ্ৰী. লণ্ডনে গোল টেবিল বৈঠকে পূর্বাঞ্চলের রাজ্যসমূহের প্রতিনিধিত্ব করেন। ১৯৩৫-৪০ খ্রী. রাজন্যবর্গের মন্ত্রীদের স্ট্যাণ্ডিং কমিটির সদস্য ছিলেন। ১৯৪২ খ্ৰী. পুনরায় আইনসভার সদস্য হন। ১৯৪৭ খ্রী দেশ স্বাধীন হবার পর নেহেরু মন্ত্রিসভার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ও পরে বাণিজ্যমন্ত্রী হন। ১৯৫০ খ্রী. নেহেরু-লিয়াকত চুক্তির ব্যাপারে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মতবিরোধ হওয়ায় তিনি ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ১৯৫১ খ্রীফিনান্স কমিশনের চেয়ারম্যান ও ১৯৫৩ খ্রী. প্ল্যানিং কমিশনের সদস্য হন। ১৯৫৩–৬৪ খ্রী. কেন্দ্রীয় সরকারের পরিবহণ নীতি ও সমগ্র দেশের পরিবহণ-ব্যবস্থাসম্পর্কে পরামর্শদাতা ছিলেন এবং ট্যারিফ কমিশনের সভাপতিত্ব করেন। ইউনেস্কোর মানব অধিকার কমিটির সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত
« ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত
পরবর্তী:
ক্ষিতীশচন্দ্র রায়চৌধুরী »
ক্ষিতীশচন্দ্র রায়চৌধুরী »
Leave a Reply