ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত (১৮৮৯ – ২৮.১.১৯৭৯) কুড়িগ্রাম-রংপুর। খ্যাতনামা চিকিৎসক পূৰ্ণচন্দ্র। পিতামহ ঈশানচন্দ্র সে আমলে প্ৰখ্যাত কবিরাজ ছিলেন। স্বাধীনতা-সংগ্ৰামী ক্ষিতীশচন্দ্র এফ-এ পাশ করে আচাৰ্য প্ৰফুল্লচন্দ্র রায়ের কাছে রসায়নশাস্ত্ৰে বিশেষ শিক্ষালাভ করেন। ১৯১৩ খ্রী. ‘দাশগুপ্ত এণ্ড সন্স’ নামে পূর্ব কলিকাতায় ছাপাখানার কালি তৈরির একটি কারখানা খোলেন। এই প্ৰচেষ্টায় ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম। বিলাতী কোম্পানীগুলির তুলনায় তার কালি সস্তা এবং ধারে কিনতে পাওয়া যেত বলে ‘দাশগুপ্তর কালি’র চাহিদা ছিল প্রচুর। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দালনে সক্রিয় হন। ১৯২৪ খ্রী. অগ্রজ সতীশচন্দ্রের সঙ্গে ‘খাদি প্রতিষ্ঠান’ স্থাপন করেন। ১৯২৭ খ্রী. মাত্র ৩৮ বছর বয়সে তিনি সাংসারিক জীবন থেকে সরে যান ও নিজের সবকিছু খাদি প্রতিষ্ঠানকে দান করে অপরিগ্রাহীর জীবন গ্ৰহণ করেন। খাদি প্রতিষ্ঠানের সম্পাদক হন। বঙ্গীয় কংগ্রেসের রাজনৈতিক এবং গঠনমূলক উভয়ক্ষেত্রেই তার বিশেষ স্থান ছিল। বিশের দশকে ম্যাজিকলন্ঠন সহযোগে জনসভায় বক্তৃতা দিতেন। তাঁর ‘লণ্ঠনবক্তৃতা’ জনমানসে এমন আলোড়ন সৃষ্টি করে যে পুলিস ১-৪-১৯২৭ তারিখে এক আদেশবলে ‘লণ্ঠনছবি’ তৈরি ও প্রদর্শনী নিষিদ্ধ করে দেয়। ১৯৩০ খ্রী. আচাৰ্য প্ৰফুল্লচন্দ্র-গঠিত ‘সংকটত্ৰাণ সমিতি’তে যুক্ত থেকে বন্যাত্ৰাণে ও বন্যাদুৰ্গতদের পুনর্বাসনে যথাশক্তি নিয়োগ করেন। তিরিশের দশকে তিনবার কারারুদ্ধ হন। তিনি ও তার অগ্ৰজ সতীশচন্দ্ৰ নির্বাচনী রাজনীতিতে যোগ না দিয়ে গান্ধীজী-প্ৰদৰ্শিত গঠনমূলক কাজেই অবিচলিত থাকেন। ১৯৩৯ খ্রী. বৈজ্ঞানিক প্রথায় মৌমাছিপালন এদেশে তিনিই প্ৰথম প্রবর্তন ও কুটিরশিল্প হিসাবে তা প্রতিষ্ঠা করেন। সোদপুর খাদি প্রতিষ্ঠানে ‘মক্ষিশালা’ স্থাপন তার উল্লেখযোগ্য কীর্তি। ‘The Romance of Scientific Bee Keeping’ গ্রন্থের রচয়িতা। ১৯৬১ খ্রী. ৭২ বছর বয়সে ব্যারাকপুরে স্থাপিত ‘গান্ধী সংগ্রহশালা’র প্রথমে কিউরেটর ও পরে কিউরেটর তথা রেসিডেন্ট সেক্রেটারী হন। ১৯৬৯ খ্রী. স্বেচ্ছায় অবসর গ্রহণ করে গৌহাটি যান। সেখানে অসমীয়া ভাষা শিক্ষা করে আসামের ইতিহাস অধ্যয়নে মনোনিবেশ করেন। তার স্ত্রী সুনীতিবালাও স্বাধীনতা-সংগ্ৰামী ছিলেন। তিনবার কারাবাস করেন এবং স্বাধীনতা আন্দোলনের এক পর্যায়ে কিছুকাল বিপিসিসি-র ডিরেক্টর ছিলেন।
পূর্ববর্তী:
« ক্ষিতীন্দ্ৰনাথ ঠাকুর
« ক্ষিতীন্দ্ৰনাথ ঠাকুর
পরবর্তী:
ক্ষিতীশচন্দ্র নিয়োগী »
ক্ষিতীশচন্দ্র নিয়োগী »
Leave a Reply