কৈলাসানন্দ, স্বামী (১৮৯২ – ১৬.১২.১৯৭৮) বজ্রযোগিনী — বিক্রমপুর, ঢাকা। পূর্বাশ্রমের নাম শৈলেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করে ঢাকায় ইতিহাসের অধ্যাপক হন। ঢাকায় স্বামী প্ৰেমানন্দের সান্নিধ্যে জীবনের লক্ষ্য নির্দিষ্ট হয়। ১৯২০ খ্রী. বেলুড় মঠের সংস্পর্শে আসেন ও স্বামী শিবানন্দের কাছে দীক্ষা নেন। গুরুর আদেশে তিনি ঢাকার মঠ দেখাশোনা করতেন। কিন্তু অধ্যাপনা ছাড়েন নি। ১৯৩৬ খ্ৰী. দিল্লীর রামকৃষ্ণ মঠের সম্পাদক হন। আট বৎসর পর মাদ্রাজে যান ও সেখানকার মঠের প্রেসিডেন্ট হিসাবে ১৯৪৪–৭১ খ্রী. পর্যন্ত থাকেন। সেখানে বহু পুস্তকের প্রকাশনার দায়িত্বে ছিলেন। সে সময় ‘বেদান্ত কেশরী’ পত্রিকার সম্পাদনাও করতেন। ১৯৭১ খ্রী. বেলুড় মঠে আসেন ও তার সহ-সভাপতি হন।
পূর্ববর্তী:
« কৈলাসবাসিনী দেবী
« কৈলাসবাসিনী দেবী
পরবর্তী:
কৌকব খাঁ »
কৌকব খাঁ »
Leave a Reply