কৈলাসবাসিনী দেবী (১৮৩৭ – ?) স্বামী দুর্গাচরণ গুপ্তর কাছে লেখাপড়া শিখে তিনখানি গ্ৰন্থ রচনা করেন—’হিন্দু ফিমেলস বা হিন্দু মহিলাগণের হীনাবস্থা’ (১৮৬৩ খ্রী.), ‘হিন্দু মহিলাকুলের বিদ্যাভ্যাস ও তাহার সমুন্নতি’ (১৮৬৫ খ্রী.) ও গদ্যে-পদ্যে রচিত ‘বিশ্বশোভা’ (১৮৬৫ খ্রী.)। প্ৰথম গ্ৰন্থটিতে তার নিজের কথা আছে এবং এটি তৎকালীন হিন্দু স্ত্রী-জাতির সামাজিক অবস্থার বর্ণনাত্মক সরস ও সরল নিবন্ধাবলী।
পূর্ববর্তী:
« কৈলাসচন্দ্ৰ শিরোমণি, মহামহোপাধ্যায়
« কৈলাসচন্দ্ৰ শিরোমণি, মহামহোপাধ্যায়
পরবর্তী:
কৈলাসানন্দ, স্বামী »
কৈলাসানন্দ, স্বামী »
Leave a Reply