কৈলাসচন্দ্র সিংহ, বিদ্যাভূষণ (১২৫৮ – ১৩২১ বঙ্গাব্দ) কালিকচ্ছ — ত্রিপুরা। ত্রিপুরার রাজকর্মচারী গোলোকচন্দ্ৰ। কুমিল্লা জেলা স্কুলের ছাত্র। বীরচন্দ্ৰ মাণিক্যের রাজত্বকালে ১৮৬৬ খ্রী তিনি ত্রিপুরার রাজকাৰ্যে নিযুক্ত হন। ‘হিন্দু হিতৈষী’ পত্রিকার লেখক ছিলেন এবং ‘ত্রিপুর ইতিবৃত্ত’ নামক পুস্তিকা (১৮৭৬) ও জোয়ান অব আর্কের জীবনী প্ৰকাশ করেন। ক্রমে তার রচিত ‘মণিপুর বিবরণ’ (বঙ্গদর্শনে), ‘হিউয়েন সাং-এর বাঙ্গালা ভ্ৰমণ’ (ভারতীতে) ও ‘দিনাজপুর স্তম্ভলিপি’ (বান্ধবে) প্রকাশিত হয়। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তাকে উড়িষ্যার জমিদারীর ম্যানেজার নিযুক্ত করেন। এই সময়ে ভারতী পত্রিকায় ‘উড়িষ্যা যাত্রা’ ও ‘উড়িষ্যার ইতিহাস’ লেখেন। দেড় বছর পরে কলিকাতায় আদি ব্ৰাহ্মসমাজের সহকারী সম্পাদক নিযুক্ত হন। ‘শ্রীমদভগবদগীতা’, ‘শঙ্কর’, ‘আনন্দগিরি’ প্রভৃতি গ্রন্থ প্রকাশ করেন। তার রচিত শ্রেষ্ঠ ঐতিহাসিক গ্ৰন্থ : ‘রাজমালা’ (ত্রিপুরার ইতিহাস); সঙ্গীত গ্ৰন্থ : ‘কাঙ্গালের গীত’ ও ‘কাঙ্গালের গীতা’। ধর্মমতে তিনি প্ৰথমে ব্ৰাহ্ম, পরে বৌদ্ধ এবং শেষে কালীর উপাসক হন।
পূর্ববর্তী:
« কৈলাসচন্দ্র সরকার
« কৈলাসচন্দ্র সরকার
পরবর্তী:
কৈলাসচন্দ্ৰ বসু »
কৈলাসচন্দ্ৰ বসু »
Leave a Reply