কৈলাসচন্দ্ৰ শিরোমণি, মহামহোপাধ্যায় (১৮৩০ – ১৯০৯) ধাত্রীগ্রাম–বর্ধমান। ঘনশ্যাম সার্বভৌম। বিভিন্ন পণ্ডিতের নিকট ব্যাকরণাদি পড়েন এবং ন্যায়শাস্ত্র অধ্যয়ন সম্পূর্ণ করে শিরোমণি উপাধিপ্রাপ্ত হন। জীবিকার জন্য প্ৰথমে পাটনা ও পরে কাশীতে গিয়ে কাশীর রাজকীয় সংস্কৃত কলেজে ন্যায়শাস্ত্রের অধ্যাপনাকার্যে ব্ৰতী হন। স্থায়ী হবার পর অন্যান্য বিষয়েও অধ্যাপনা করেন। ১৯০৭ খ্রী. কলেজের সর্বশ্রেষ্ঠ অধ্যাপকররূপে তার বেতন ছিল ২৫০ টাকা। পাণ্ডিত্যের জন্য বাঙলার বাইরেও তিনি খ্যাতিমান ও শ্রদ্ধাভাজন ছিলেন। তার রচিত ‘ভাষ্যচ্ছায়া’ নামে ন্যায়সূত্রের টীকা একটি উল্লেখযোগ্য গ্ৰন্থ। ১৮৯৬ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধিভূষিত হয়েছিলেন।
পূর্ববর্তী:
« কৈলাসচন্দ্ৰ বসু
« কৈলাসচন্দ্ৰ বসু
পরবর্তী:
কৈলাসবাসিনী দেবী »
কৈলাসবাসিনী দেবী »
Leave a Reply