কৈলাসচন্দ্র বিদ্যাভূষণ (২৫.৮.১২৬৬ – ২৭.১১.১৩০৯ ব.) সাঁতরাগাছি-হাওড়া। নন্দলাল বিদ্যারত্ব। মাতামহ কাশীনাথ তর্কবাগীশের গৃহে থেকে সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। কৃতিত্বের সঙ্গে এম-এ পাশ করে ডাফ কলেজে সংস্কৃতের অধ্যাপক নিযুক্ত হন। বিখ্যাত ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদকের মৃত্যুর পর তিনি উক্ত পত্রিকার স্বত্ব ক্ৰয় করে নিজে সম্পাদক ও পরিচালক হন। সঙ্গীতশাস্ত্রে ও মৃদঙ্গবাদনে নৈপুণ্যের অধিকারী ছিলেন। বিখ্যাত নৈয়ায়িক পণ্ডিত হলধর ন্যায়রত্ন তার পিতামহ।
পূর্ববর্তী:
« কৈলাসচন্দ্র নন্দী
« কৈলাসচন্দ্র নন্দী
পরবর্তী:
কৈলাসচন্দ্র সরকার »
কৈলাসচন্দ্র সরকার »
Leave a Reply