কৈলাসচন্দ্র নন্দী (১২৫৫ – ৭.৮.১২৯১ ব.) কালীকচ্ছ–ত্রিপুরা। নন্দদুলাল। কুমিল্লা জেলা স্কুল ও ঢাকা কলেজে শিক্ষা। গণিতশাস্ত্ৰে বিশেষ দখল ছিল। ডিসে. ১৮৬৯ খ্রী. ঢাকায় ‘পূর্ব বাঙলা ব্ৰাহ্মসমাজ’ প্রতিষ্ঠার সময় কেশবচন্দ্রের বক্তৃতায় মুগ্ধ হয়ে ব্ৰাহ্মধর্মে দীক্ষিত হন। ১৮৭০ খ্ৰী. দুর্গোৎসবের সময় বিজয়কৃষ্ণ, বঙ্গচন্দ্ৰ, সাধু অঘোরনাথ প্রমুখদের নিয়ে স্বগ্রামে পৈতৃক দুর্গামন্দিরে ব্রহ্মোৎসব করে দুর্গামন্দিরকে ব্ৰহ্মমন্দিরে পরিণত করেন। প্রধানত তারই চেষ্টায় গ্রামে ধর্মসভা প্রতিষ্ঠিত হয়। ১৮৭০ খ্ৰী. ব্ৰাহ্মধর্ম প্রচারার্থ ‘বঙ্গবন্ধু’ ও ১৮৭৫ খ্ৰী. ইংরেজী ‘ঈস্ট’ পত্রিকা প্রকাশ করেন। ১৩ নভেম্বর ১৮৭৬ খ্রী. এক কুলীন ব্ৰাহ্মণ পরিবারের কন্যার সঙ্গে তার ব্ৰাহ্মমতে বিবাহ হয়। ১৮৭৭ খ্রী. ঢাকায় ‘ঈস্টবেঙ্গল প্রেস’ ও ১৮৭৮ খ্ৰী’, ‘নিউ প্রেস’ স্থাপন করেন এবং ১৮৮০ খ্ৰী ‘পিলগ্রিমস জার্নাল’ পত্রিকা প্ৰকাশ করেন। তার স্বদেশপ্রীতি প্ৰবল ছিল। ঢাকায় বড়লাটের দরবারে তিনি ধুতি-চাদর পরে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন।
পূর্ববর্তী:
« কৈলাসচন্দ্র তর্কনিধি, বেদাচাৰ্য
« কৈলাসচন্দ্র তর্কনিধি, বেদাচাৰ্য
পরবর্তী:
কৈলাসচন্দ্র বিদ্যাভূষণ »
কৈলাসচন্দ্র বিদ্যাভূষণ »
Leave a Reply