কৈলাসচন্দ্র তর্কনিধি, বেদাচাৰ্য (১৮৭২ – ১৯৫৯) ডলাগ্ৰাম—শ্ৰীহট্ট। ব্রজসুন্দর ভট্টাচার্য। পালগ্রামের ভৈরবচন্দ্র তর্কতীর্থের কাছে অধ্যয়ন করে তর্কনিধি উপাধি পান। পরে স্বগ্রামে চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনা শুরু করেন। নিজ বাড়িতে বহু দুষ্পাপ্য তন্ত্র ও বৈদিক পুঁথি এবং পুস্তক সংগ্রহ করে ‘বেদ পুস্তকাগার’ স্থাপন করেছিলেন। সেখানে প্ৰায় দশ হাজার হস্তলিখিত ও মুদ্রিত পুস্তক ছিল। চিত্রবিদ্যায় এবং সঙ্গীতেও পারদর্শী ছিলেন। শাস্ত্রীয় গবেষণায় তার আগ্রহের জন্য কুমিল্লার মহেশচন্দ্ৰ ভট্টাচার্য তাকে মাসিক বৃত্তি প্ৰদান করে ‘ঈশ্বর পাঠশালা’র পুস্তকালয়ে গবেষণার সুযোগ করে দেন। ৭/৮ বছর সেখানে কাজ করে স্বগ্রামে ফেরেন। দেশ-বিভাগের পর তার সমস্ত সংগ্ৰহ নিয়ে আসামের শিলচরে চলে আসেন। গবেষণার জন্য আমৃত্যু আসাম সরকারের মাসিক বৃত্তি পেয়েছেন। তার প্রণীত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩১।
পূর্ববর্তী:
« কৈলাস বারুই
« কৈলাস বারুই
পরবর্তী:
কৈলাসচন্দ্র নন্দী »
কৈলাসচন্দ্র নন্দী »
Leave a Reply