কেশবচন্দ্র রায় (১৮৭৪ – ১৯৩১?) ফরিদপুর। স্কুলের সামান্য ইংরেজী শিক্ষা সম্বল করে কর্মজীবনে প্ৰবেশ করেন। প্ৰথমে সাধারণ ইংরেজীতে প্ৰবন্ধ রচনা করে ‘ইণ্ডিয়ান ডেলি নিউজ’ পত্রিকায় প্রকাশ করেন এবং ক্রমে সাংবাদিক জগতে পরিচিত হন। প্ৰধানত তারই চেষ্টায় ‘অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইণ্ডিয়া’ নামে ভারতবর্ষে সর্বপ্রথম এক সংবাদ সরবরাহ প্রতিষ্ঠানের জন্ম হয়। পরে তিনি ‘প্রেস নিউজ ব্যুরো’ নামে নিজস্ব এক প্রতিষ্ঠান গড়ে তোলেন। ১৯১৯ খ্রী ’রয়টার’-কর্তৃপক্ষ ঐ দুটি প্রতিষ্ঠান ও ‘ইণ্ডিয়ান নিউজ এজেন্সী’র স্বত্ব কিনে নেন এবং রয়টারের শাখা হিসাবে ভারতবর্ষে তা ‘অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইণ্ডিয়া’ নামে এক বিরাট প্রতিষ্ঠানে পরিণত হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার ডিরেক্টর ছিলেন। ভারতীয় ব্যবস্থা পরিষদ ও রাষ্ট্রীয় পরিষদের সদস্য ছিলেন এবং ভারতীয় সংবাদপত্রসেবীদের প্রতিনিধি হিসাবে কমনওয়েলথ সংবাদপত্রসেবী সম্মেলনে যোগদান করেন (১৯৩১)। মুদ্রাযন্ত্রের স্বাধীনতার জন্য বরাবর সংগ্ৰাম করেছেন।
পূর্ববর্তী:
« কেশব ভারতী
« কেশব ভারতী
পরবর্তী:
কেশবচন্দ্র সেন »
কেশবচন্দ্র সেন »
Leave a Reply