কেশবচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়, রায়বাহাদুর। (১৮৯২ – ২৩.২.১৯৮৪) মুরাপাড়া-ঢাকা। খ্যাতনামা তবলিয়া। প্রথম তবলা-শিক্ষা প্ৰসন্ন বণিকের কাছে। পরে নাড়া বাঁধেন মৌলভী রামের কাছে। বিখ্যাত তবলিয়া নাথু খানের কাছেও তালিম পান। তবলা ছাড়া সেতার শিখেছিলেন ঢাকার গুণী সেতারী ভগবান দাশের কাছে। সুরেশ সঙ্গীত সংসদের ‘বাংলার সঙ্গীতজ্ঞ’ স্বর্ণপদক (১৯৭২) এবং ভূয়ালকা পুরস্কার (১৯৭৯) লাভ করেন। অখণ্ড বঙ্গে বিধান পরিষদে বেঙ্গল ল্যাণ্ড হোলডারস অ্যাসোসিয়েশনের তরফে সদস্য, ঢাকা জেলাবোর্ড ও ঢাকা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং ঢাকার বহু শিক্ষা ও সমাজেসবা-প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। সাংবাদিক হিসাবেও কাজ করেছেন। কয়েক বছর ধরে ঢাকার তৎকালীন অ্যাসোসিয়েটেড প্রেস অব ইণ্ডিয়া এবং রয়টারের সংবাদদাতা ছিলেন।
পূর্ববর্তী:
« কেশবচন্দ্ৰ গুপ্ত
« কেশবচন্দ্ৰ গুপ্ত
পরবর্তী:
কেশবচন্দ্ৰ মিত্ৰ »
কেশবচন্দ্ৰ মিত্ৰ »
Leave a Reply