কেশবচন্দ্ৰ গুপ্ত (১৮৮১ – ২১.১১.১৯৭১) কলিকাতা। উমেশচন্দ্ৰ। আদিনিবাস বড়িশা-চব্বিশ পরগনা। এম-এ, বি.এল. পাশ করে আইন ব্যবসায় শুরু করেন। প্রথমে মানসী ও মর্মবাণী এবং পরে বসুমতী ও ভারতবর্ষ মাসিক পত্রিকায় নিয়মিত লিখতেন। তার ও কৃষ্ণদাস চন্দ্রের সম্পাদনায় ফাল্গুন ১৩১২ বা ‘অৰ্চনা’ নামে একটি মাসিক পত্রিকা প্ৰকাশিত হয়। রচিত গ্ৰন্থ: ‘মাদাম হালিদা নাদিরের জীবনস্মৃতি’, ‘অতি বোগাস’, ‘সখের শ্রমিক’। ‘বিদ্রোহী তরুণ’, ‘আসমানের ফুল’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« কেশবচন্দ্ৰ গঙ্গোপাধ্যায়
« কেশবচন্দ্ৰ গঙ্গোপাধ্যায়
পরবর্তী:
কেশবচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়, রায়বাহাদুর »
কেশবচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়, রায়বাহাদুর »
Leave a Reply