কেশবচন্দ্ৰ গঙ্গোপাধ্যায় (১৮২৬? – ১৯০৮)। ১৯শ শতাব্দীর বাংলা নাট্যজগতের অন্যতম অভিনেতা এবং বেলগাছিয়া ও পাথুরিয়াঘাটা নাট্যমঞ্চের নাট্যশিক্ষক। উচ্চ রাজকর্মচারী ছিলেন। ১৮৫৫ খ্রী. ওরিয়েন্টাল থিয়েটারের একাধিক ইংরেজী নাটকে তিনি অংশগ্রহণ করেন। ৩১ জুলাই ১৮৫৮ খ্রী. বেলগাছিয়া নাট্যশালায় অনুষ্ঠিত ‘রত্নাবলী’ এবং ৬ সেপ্টেম্বর ১৮৫৯ খ্রী. ‘শর্মিষ্ঠা’ নাটক দুটির প্রথম অভিনয়-রজনীতে হাস্যরসাত্মক ভূমিকাভিনয়ে জনপ্রিয়তা অর্জন করেন। মাইকেল মধুসূদন তাঁর ‘কৃষ্ণকুমারী নাটক’ (১৮৬১) কেশবচন্দ্ৰকে উৎসর্গ করেন। মাইকেল তাকে ‘বঙ্গের গ্যারিক’ আখ্যা দিয়েছিলেন।
পূর্ববর্তী:
« কেশবচন্দ্ৰ আচাৰ্য চৌধুরী
« কেশবচন্দ্ৰ আচাৰ্য চৌধুরী
পরবর্তী:
কেশবচন্দ্ৰ গুপ্ত »
কেশবচন্দ্ৰ গুপ্ত »
Leave a Reply