কেশবচন্দ্ৰ আচাৰ্য চৌধুরী (? – ১২৯৮ বঙ্গাব্দ) মুক্তাগাছা — ময়মনসিংহ। জমিদার বংশে জন্ম। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ওকালতি পাশ করে ময়মনসিংহ সদরে আইন ব্যবসায় শুরু করেন। বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে অগ্রণীর ভূমিকা ছিল। প্রধানত তারই উদ্যোগে ময়মনসিংহে ‘ভূম্যধিকারী সভা’ প্রতিষ্ঠিত হয়। তিনি ময়মনসিংহ সারস্বত সমিতির সভাপতি, ময়মনসিংহ সিটি স্কুল স্থাপয়িতাদের অন্যতম এবং ময়মনসিংহ রেলওয়ে আন্দোলনে অগ্ৰণী ছিলেন। রচিত গ্রন্থ: ‘আফগান বিবরণ’ ও ‘Law of Adoption’। শিকারীও ছিলেন।
পূর্ববর্তী:
« কেশবচন্দ্র সেন
« কেশবচন্দ্র সেন
পরবর্তী:
কেশবচন্দ্ৰ গঙ্গোপাধ্যায় »
কেশবচন্দ্ৰ গঙ্গোপাধ্যায় »
Leave a Reply