কেয়া চক্রবর্তী (১৯৪২ – ১২.৩.১৯৭৭) কলিকাতা। অজিত। প্রতিভাময়ী অপেশাদার মঞ্চশিল্পী। উত্তর কলিকাতার এক বনেদী পরিবারে জন্ম। শিশুকাল থেকেই মায়ের কাছে মানুষ। স্কটিশচার্চ কলেজের ভাল ছাত্রী ছিলেন। ইংরেজীতে এম.এ. পাশ করে ঐ কলেজেই শিক্ষকতার কাজ নেন। ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০ খ্রী. আন্তঃকলেজ নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনয়ের জন্য পুরস্কার পান। আন্তঃবিশ্ববিদ্যালয় যুব উৎসবে দিল্লী এবং মহীশূরে নিমন্ত্রিত হন। নান্দীকার নাট্যগোষ্ঠীতে তার প্রথম অভিনয় ১৯৬১ খ্রী–’চার অধ্যায়’ নাটকে। কিছুদিন বাদ দিয়ে ১৯৬৬ খ্রী. আবার নান্দীকার নাট্যগোষ্ঠীতে ফিরে আসেন। ‘তিন পয়সার পালা’ অভিনয়ের পর তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। ব্ৰেখটের নাটকের বাংলা সংস্করণ ‘ভালো মানুষ’ নাটকে তার দ্বৈত-চরিত্রের অভিনয় বিশেষ উল্লেখযোগ্য। ‘এন্টিগোণে’ নাটকে নামভূমিকায় অভিনয় করে পশ্চিমবাংলা সাংবাদিক অ্যাসোসিয়েশনে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ পুরস্কার পান। ১৯৭৪ খ্রী. থেকে কলেজের চাকরি ছেড়ে বিনাবেতনে নান্দীকারের সর্বক্ষণের কর্মী হন। তার শেষ অভিনীত নাটক ‘ফুটবল’। অভিনয় করার উদ্দেশ্যে বার্নার্ড শ’-র ‘সেন্ট জোয়ান’ নাটকটির অনুবাদ করেছিলেন। অর্থের জন্য কখনও কখনও সিনেমা করলেও তার আসল ক্ষেত্র ছিল নাটকে। নাট্যভাবনা নিয়ে বেশ কিছু লেখা তিনি লিখেছেন। ‘জীবন যেরকম’ সিনেমা-চিত্রে অভিনয় করতে গিয়ে সুটিংয়ের সময় জলে ড়ুবে মৃত্যু ঘটে।
পূর্ববর্তী:
« কেদারেশ্বর সেনগুপ্ত
« কেদারেশ্বর সেনগুপ্ত
পরবর্তী:
কেরামতুল্লা খাঁ »
কেরামতুল্লা খাঁ »
Leave a Reply